
সেবা ডেস্ক: ঈদুল আজহার আনন্দ আর খুশি থেকে বাদ যাচ্ছেন না কারাবন্দিরাও। তাদের ঈদের দিন শুরু হয়েছে পায়েস, মুড়ি আর সেমাই দিয়ে নাস্তার মাধ্যমে। শেষ হয়েছে পোলাও আর মাংস দিয়ে। শুধু তাই নয়, গতকাল সোমবার দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের মতোই ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দিরাও একসঙ্গে ঈদের জামাতে অংশ নিয়েছেন।
কারাগার সূত্রে জানা যায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ সারাদেশের কারাগারগুলোতে পায়েস, সেমাই আর মুড়ি দিয়ে শুরু হয় ঈদের সকাল। তারপর সকাল ৮টায় কারাগারের ভেতরের মসজিদে নামাজ আদায় করেছেন। দুপুরে দেওয়া হয় সাদাভাত, রুই মাছ আর আলুর দম। রাতের বিশেষ আয়োজনে ছিল পোলাও, কোরবানির গরুর মাংস (যারা গরুর মাংস খান না তাদের জন্য খাসির মাংস), ডিম, মিষ্টান্ন এবং পান-সুপারি। এছাড়া কেন্দ্রীয় কারাগারে রাতের খাবারের পর বন্দিদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
তবে বেশির ভাগ কারাবন্দিদের জন্য ঈদের খাবার আসছে তাদের বাড়ি থেকেই। যা একে অপরের সঙ্গে ভাগ করে খাচ্ছেন। বিশেষ দিনে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার ছাড়া অন্যান্য কারাগারের বন্দিরা কারাগারের পাশাপাশি পরিবারের পাঠানো খাবার খেতে পারেন বলে কারা সূত্রে নিশ্চিত করা হয়।
ঈদ বা বিশেষ দিনগুলোতে কারাগারে থাকা বন্দীদের জন্য বিশেষ খাবার দেয় কারা কর্তৃপক্ষ। কেন্দ্রীয় কারাগার থেকে শুরু করে সারাদেশেই একই নিয়মে এই উন্নত খাবার দেয়া হয়। গত ঈদ পর্যন্ত, সেই খাবারের জন্য মাথাপিছু বরাদ্দ ছিল ৩০ টাকা। কিন্তু, সম্প্রতি বন্দিদের জন্য বিশেষ দিনের খাবারে বাজেট ৩০ টাকা থেকে ১৫০ টাকা নির্ধারণ করেছে বর্তমান সরকার। যা, এবারের ঈদ থেকেই কার্যকর হচ্ছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।