
সেবা ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে সামাজিক সংগঠন আশ্রয় বিদ্যাপীঠ।
সোমবার বিকেলে উপজেলা শহরের সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে শিশুদের হাতে এসব তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আশিক।
এ সময় ইশতিয়াক বলেন, টানা তৃতীয়বারের মতো এবারো সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে দুইশ কেজি মাংস বিতরণ করা হয়েছে।
২০১৭ সালের মে মাস থেকে সুবিধাবঞ্চিত শিশুদের এগিয়ে নিতে আশ্রয় বিদ্যাপীঠ সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠা করে আশুগঞ্জের শতাধিক তরুণ। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের সদস্যরা বিনামূল্যে শিশুদের পাঠদান, ঈদে নতুন জামা-কাপড় ও রক্তদান কর্মসূচিসহ নানা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।