
শামীম তালুকদার: দক্ষিন এশিয়ার ছোট একটি দেশ বাংলাদেশ। যার সৃষ্টি ছোট দেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব, লক্ষভেদী পরিকল্পনা, কল্পনাতীত দূরদর্শিতায়।
বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশে সাংবিধানিক বিধান মতে এ পযন্ত এগারটি নির্বাচন হয়েছে। ইহা ছাড়াও হ্যা/না ভোটের ইতিহাস রয়েছে।
আজকের আলোচনা শুধু নির্বাচনে জয় পরাজয় নিয়ে ধারাবাহিক পর্ব-1,প্রত্যেক নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে লিখার প্রয়াস থাকবে পরবর্তী পর্বে।
বাংলাদেশে ১ম(প্রথম) জাতীয় সংসদ নির্বাচন ৭ই মার্চ ১৯৭৩ সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসনে জয় লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে।এ নির্বাচনে মোট ভোটারের ৫৪.৯% ভোট দান করে।
২য় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৮ফেব্রয়ারি ১৯৭৯ সালে যেখানে নতুন গঠিত দল বিএনপি জয় লাভ করে ২০৩ টি আসনে আওয়ামীলীগ করে ৩৯ টি আসনে মুসলিমলীগ পায় ২০টি,জাসদ পায় ৮ টি আসন।
৩য় জাতীয় সংসদ নির্বাচন হয় ১৯৮৬ সালে যেখানে আরেক নতুন গঠিত দল জাতীয় পাটি ক্ষমতায় আসে ১৫৩ টি আসন নিয়ে প্রধান বিরোধীদল হয় আওয়ামীলীগ ৭৬ টি,জামায়াত ইসলাম ১০টি আসন পায়।বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকে। ব্রিটিশ লমেকার এবং বিবিসি র মন্তব্য "ট্রাজেডি ফর ডেমোক্রেসি" এন্ড "সাইনিক্যালি ফ্রাসটেট এক্সারসাইজ"।
৪র্থ জাতীয় সংসদ নির্বাচন হয় ১৯৮৮ সালে সেখানে জাতীয় পার্টি ২৫১ টি আসন, কমবাইন্ড বিরোধি পার্টি পায় ১৯ টি আসন, পশ্চিমা কূটনৈতিকদের মন্তব্য ,মকারি অফ এন ইলেকশন"।
৫ম জাতীয় সংসদ নির্বাচন হয় ১৯৯১ সালে ক্ বিএনপি 140 টি পরে জামায়াত ইসলামের ১৮ টি আসনে সমর্থনে সরকার গঠন করে। আওয়ামীলীগ পায় ৮৮টি যদিও ভোটের ব্যবধান ছিল মাত্র ২৫০০০০%।
৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন হয় ১৯৯৬ সালে আওয়ামীলীগ কেয়ারটেকার গর্ভমেন্ট এর অধিনে নির্বাচনের দাবিতে নির্বাচন বয়কট করে। এবং আন্দোলনের মুখে একতরফা বিএনপি দাবি পূরণ করে আবার নিবাচন দিতে বাধ্য হয় যা ৬ষ্ঠ সংসদের কাগজে কলমে মেয়াদ কয়েকমাস মাত্র।
৭ম জাতীয় সংসদ নিবাচন হয় জুন ১৯৯৬ সালে সেখানে আওয়ামীলীগ ১৪৬ বিএনপি ১১৬,জাতীয় পার্টি ৩২ টি আসন। জাতীয় পার্টির সমর্থন নিয়ে আওয়ামীলীগ ক্ষমতায় আসে। স্বাধীনতার পর।
৮ম জাতীয় সংসদ নিবাচন হয় ২০০১ সালে এবং বিএনপি ১৯৩ আসন নিয়ে ক্ষমতা লাভ করে আওয়ামীলীগ পায় ৬১ টি আসন যদিও ভোটের পার্থক্য মাত্র ১.৪%।জাতীয় পার্টি১৩ টি,জামাত ইসলাম ১৭টি।
৯ম নির্বাচন হয় ২০০৮ সালে যেখান বাংলাদেশ আওয়ামীলীগ ২৩০টি আসন জাতীয় পাটি ২৭টি বিএনপি ৩০টি আসন বিরোধী দলে আসন জাতীয় পাটি ২৭টি বিএনপি ৩০টি আসন নিয়ে বিরোধী দলে।
১০ম নিবাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ২৩৪টি,জাতীয় পাটি ৩৪টি,জাসদ ৫ টি,ওয়াকাস পার্টি ৬ টি।এ নিবাচনে আবারো বয়কট করে বিএনপি।
১১তম নিবাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ২৫৭ টি আসন ঐক্যফ্রন্ট পায় ৭ টি,জাতীয় পার্টি ২৭ টি, ওয়াকাস ৩ টি, জাসদ ২টি আসন। একাদশ নির্বাচনে নির্বাচিত সরকার এখন রাষ্ট্র পরিচালনা করছে বাংলাদেশের প্রথম সংসদে নির্বাচিত দলটিই আজকের দল। স্বাধীনতার পরবতী ইতিহাসে প্রথম কোন সরকার পূর্ণ মেয়াদ পূর্ণ করে সপ্তম সংসদ আওয়ামীলীগ নেতৃত্বাধিন সরকার,এ সরকারই দেশে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে।এরপর সে দল যতবার রাষ্ট্র পরিচালনায় সুযোগ পেয়েছে ততবারই দলটির নেতৃত্ব দক্ষতার সহিত মেয়াদ পূণ করে বলেই পযবেক্ষক রাজনৈতিক মহলের মত।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।