
রফিকুল আলম, ধুনট: বগুড়ার ধুনট উপজেলায় বন্যাদূর্গত এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে রোকসানা খাতুন (৩৪) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত রোকসানা খাতুন উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা পাড়ের শিমুলবাড়ি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল এ তথ্য নিশ্চিত করে বলেন, যমুনা নদীর পানি বেড়ে শিমুলবাড়ি গ্রামে অন্যান্য বাড়িঘরের ন্যায় রফিকুল ইসলামের বাড়ি প্লাবিত হয়। প্রায় দুই সপ্তাহ ধরে গৃহকর্তা বাড়ি ছেড়ে পরিবার পরিজন নিয়ে বন্যা নিয়ন্ত্রন বাঁধে আশ্রয় নিয়েছিল।
বর্তমানে বাড়ি থেকে বন্যার পানি নেমে যাওয়ায় তারা বাড়িতে ফিরে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করছে। বাড়ির অন্যান্য মেরামত কাজের সাথে ঘরে বিদ্যুতের সংযোগ মেরামত করার সময় অসাবধানতাবসত বিদ্যুতস্পৃষ্ট হয়ে রোকসানা খাতুন ঘটনাস্থলেই মারা গেছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।