
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে ২ আগস্ট রূপালী ব্যাংকের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। পুঠিয়াপাড়া এলাকায় তিন শতাধিক পরিবারের মধ্যে ১হাজার টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে চাল-ডাল-আলু-পেয়াজ-তেলসহ চিড়া-গুড়-পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন উল্লেখযোগ্য।
রূপালী ব্যাংক কেন্দ্রীয় ব্রাঞ্চের ডিজিএম মো. আব্দুল কাদের জিলানী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ ছাড়াও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো: সুজায়াত আলী জাকারিয়া, মেলান্দহ রূপালী ব্যাংক ম্যানেজার মো: হেলাল উদ্দিন, প্রিন্সিপাল অফিসার মামুনুর রশিদ, জোনাল অফিসের এসপিও তপন কুমার নন্দী, জামালপুর জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার একেএম মাহিন, প্রিন্সিপাল অফিসার একেএম আহসানুল হামিদ, সিনিয়র অফিসার মো: ফিরুজ রশিদ, বিকাশ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, জনতা ব্যাংকের অবসর প্রাপ্ত সিনিয়র অফিসার কেবিএম শহিদুল্লাহ, পিআইও অফিসের কার্যসহকারি মো. রফিকুল ইসলাম, ব্যবসায়ী আবুল হাশেম ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।