
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে ফুটবল খেলার ফাইনাল পর্ব ২৩ আগস্ট বিকেল ৫টায় রোকনাই হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মানবিক সোসাইটি এর আয়োজন করে।
টানা ৫ বছরের খেলার ফাইনাল পর্বে খুদিয়ারকান্দা ওয়েলকাম স্টুডেন্ট ক্লা- লাল মিয়া লিটন ক্রীড়া চক্রকে ২-০ গোলে পরাজিত স্টুডেন্ট ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। স্টুডেন্ট ক্লাবের গালিব ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
দুরমুঠ ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগি গিয়াস উদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন।
খেলায় বর্তমান ইউপি চেয়ারম্যান ও কলাবাধা হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ খালেকুজ্জামান জুবেরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। রোকনাই হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সোবহান বিএসসি, ডিগ্রিরচর হাই স্কুলের প্রধান শিক্ষক আ: সালাম, ৭১ টেলিভিশনের স্টাফ রিপোর্টার (ক্যামেরা) ফিরোজ মিয়া, দুরমুঠ আ’লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সেলিমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারী শফিকুল ইসলাম আলম, শাহ আলম ও আমিনুল ইসলাম খেলা পরিচালনা করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।