
রেজাউল ইসলাম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে আমিনুল ইসলাম (৪৭) নামে এক সাবেক সেনা সদস্যর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের পুলাদেশি গ্রামের তার বাড়ির পাশে পুকুরে বিদ্যুতের বাল্ব লাগাতে গিয়ে এ ঘটনা ঘটে। তিনি মৃত নুর মোহাম্মদের ছেলে। স্থানীয় বাসিন্দা ও মৃত্যের পরিবার সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলমগীর হোসেন শাহ জানান,আমিনুল ইসলাম তার পুকুরে বিদ্যুতের বাল্ব লাগাতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যায়। পড়ে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।