
সেবা ডেস্ক: গুগলের জনপ্রিয় অপারেটিং সিস্টেম (ওএস) অ্যান্ড্রয়েড ‘কিউ’ এর নাম বদলে করে রাখা হয়েছে ‘অ্যান্ড্রয়েড ১০’। সে সঙ্গে বদলাতে পারে অ্যান্ড্রয়েড এর আগের লোগো। আগামী ৩ সেপ্টেম্বর গুগল তাদের পিক্সেল ডিভাইসের মাধ্যমে অ্যান্ড্রয়েড ১০ সংস্করণ উন্মোচন করবে।
জানা গেছে, অ্যান্ড্রয়েড ১০ সংস্করণ গুগলের পিক্সেল ৩, পিক্সেল ৩ এক্সএল, ৩এ, ৩এ এক্সএলে পাওয়া যাবে। এছাড়াও এর আগের দুটি ফোন পিক্সেল ২ এবং ২ এক্সএলেও পাওয়া যাবে। তাছাড়া নতুন সংস্করণটিতে ২০১৬ সালে বাজারে আসা অরিজিনাল গুগলের পিক্সেল এবং পিক্সেল এক্সএলেও পাবে।
অ্যান্ড্রয়েডের ভাইস প্রেসিডেন্ট অব প্রোডাক্ট সামির সমেত বলেন, প্রথমত আমরা অ্যান্ড্রয়েডেন নাম রাখার পদ্ধতিতে কিছু পরিবর্তন আনছি। এবারই প্রথম কোনো কোড নাম ব্যবহার করা হবে। এমনটি এটি কন্টিনিউ করতে পারে পরের বছরগুলোতে। সেই ধারা তৈরি করতে দশ বছর পূর্তিতে এবার নতুন সংস্করণটির নাম হবে অ্যান্ড্রয়েড ১০।
এছাড়া এবারই প্রথম গুগল তাদের অ্যান্ড্রয়েডের লোগো বদল করতে পারে। সবুজের বদলে সেটি কালো করা হতে পারে। ৩ সেপ্টেম্বর থেকেই গুগল তাদের নতুন লোগো ব্যবহার শুরু করতে পারে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।