
রফিবুল আলম, ধুনট : বগুড়ার ধুনট উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে বর্ণাঢ্য আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে জন্মাষ্টমী উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ধুনট কেন্দ্রীয় দুর্গা মন্দির থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।
ধুনট উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপন কুমার সরকার। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী পোদ্দার, বগুড়া জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম রেজা, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, ধুনট উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার সাহা, কোষাধ্যক্ষ শংকর কুমার সাহা, সদস্য বাবু মনোরঞ্জন সাহা, বাবু বিনয় কুমার সরকার ও গোপাল চন্দ্র সরকার প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।