বিচারপতি সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদে ফুলছড়িতে মানববন্ধন

S M Ashraful Azom
0
Human bonds in Phulchari protesting against the trial of justice
গাইবান্ধা জেলা প্রতিনিধি: বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকার সম্পর্কে কট‚ক্তি করার প্রতিবাদে গাইবান্ধার ফুলছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফুলছড়ি উপজেলার সাধারণ জনগণের আয়োজনে আজ ২৩ আগস্ট শুক্রবার বিকেলে বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকারের গ্রামের বাড়ি ফুলছড়ি উপজেলা সদরে এ মানববন্ধন কর্মস‚চি পালন করা হয়।

বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত মানববন্ধন কর্মস‚চিতে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাধারণ লোকজন অংশগ্রহন করেন।

মানববন্ধন শেষে তারা নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিক্ষোভ সমাবেশ করে। উপজেলা বণিক সমিতির সভাপতি আলমগীর মিয়ার সভাপতিত্বে সহকারী শিক্ষক নাজিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফুলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, কালিরবাজার মসজিদের ঈমাম হাফেজ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম রাজা, ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাশেদুজ্জামান রোকন, বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিক আকন্দ সেলিম, সমাজ সেবক মনিরুল ইসলাম টিপু, গজারিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি জিহাদুর রহমান মওলা, যুব লীগের সাধারণ সম্পাদক মাহদী হাসান পলাশ, বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছাত্তার, ছাত্রলীগ নেতা রাকিবউদ্দৌলা রাজু ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিচারপতি খুরশীদ আলম সরকার সম্পর্কে ফেসবুকে বিরুপ মন্তব্যের কারণে গত ১৩ আগষ্ট ফুলছড়ি উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আল আমিন আহম্মেদকে থানা পুলিশ আটক করে।

পরবর্তীতে আল আমিনের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ থেকে ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি খুরশীদ আলম সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকার কট‚ক্তি করেন। মানববন্ধন থেকে বক্তারা, সুপ্রীম কোর্টের বিচারপতি সম্পর্কে কটুক্তিকারী ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজকে অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহবান জানান।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top