১৯২তম ঈদ জামাতের জন্য প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া

S M Ashraful Azom
0
Historic Solakia ready for the 12th Eid church
সেবা ডেস্ক: ১৯২তম  ঈদ জামায়াতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। জামাত শুরু হবে সোমবার সকাল সাড়ে ৮টায়।

মাঠের নিয়মিত ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ হজ পালন করতে সৌদি আরবে চলে যাওয়ায় এবারের জামায়াতে ইমামতি করবেন শহরের মারকায মসজিদের ইমাম হিফজুর রহমান খান। বেশি মুসল্লির সঙ্গে জামাত আদায় করলে দোয়া কবুল হয়-এমন কারণে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন অনেক লাখ লাখ মুসল্লি।

২০১৬ সালে ঈদের দিন জঙ্গি হামলার প্রেক্ষাপটে এবার তিন স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এছাড়া পুরো মাঠ ও আশপাশ এলাকার আকাশ থেকে ড্রোনের মাধ্যমে মুসল্লিসহ সবার গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। পর্যাপ্ত পুলিশ, র‌্যাব ছাড়াও মাঠে থাকবে বিজিবির বিপুল পরিমাণ সদস্য। এ ছাড়া সাদা পোশাকে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্যও থাকবে। মাঠে আর্চওয়ে, ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরারও ব্যবস্থা রাখা হয়েছে।

মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ভোর থেকে ভৈরব ও ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেন চলাচল করবে।

কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে গড়ে ওঠা দেশের সর্ববৃহৎ ও প্রাচীনতম ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি ঈদ জামাতে অংশ নিয়ে থাকেন। ২০১৬ সালের ঈদের দিনে জঙ্গি হামলার পর থেকেই এ মাঠে কঠোর নিরাপত্তায় মুসল্লিরা ঈদ জামাতে অংশ নিচ্ছেন। এবারো ঈদ জামাতের আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ডিসি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ও এসপি মো. মাশরুকুর রহমান খালেদ, কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজসহ প্রশাসনের কর্মকর্তারা বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেছেন। শান্তিপূর্ণভাবে ঈদ জামাত আয়োজনে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও একযোগে কাজ করছেন।

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ জানান, মুসল্লিদের জন্য পর্যাপ্ত সুপেয় পানি, স্যানিটেশনসহ সব ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া মাঠে প্রবেশের সব সড়কগুলো নিমার্ণ করা হয়েছে।

কিশোরগঞ্জ এসপি মো. মাশরুকুর রহমান খালেদ (বিপিএম) জানান, ঈদ জামাতকে কেন্দ্র করে সব নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি শেষ হয়েছে। নির্বিঘ্নে করতে মাঠে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রত্যেক মুসল্লিকে তল্লাশির মাধ্যমে মাঠে প্রবেশ করানো হবে।

ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি ও ডিসি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, সারাদেশে মশক নিধনের অংশ হিসেবে শোলাকিয়া মাঠ ও আশপাশ এলাকায় মশক নিধনের ওষুধ ছিটানো হয়েছে। নিরাপত্তাসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবার একান্ত প্রচেষ্টায় ঐতিহাসিক শোলাকিয়ায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহার জামাত হবে বলে আশা প্রকাশ করেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top