
সেবা ডেস্ক: আজ ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পার্সেলে আসা একটি খাটের ভেতর থেকে ৯ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৩। এ সময় মিজানুর রহমান নামে এক যুবককে আটক করা হয়েছে।
র্যাব-৩ এর অতিরিক্ত এসপি এবিএম ফাইজুল ইসলাম জানান, গোয়েন্দা সংবাদে কমলাপুর পার্সেল ইয়ার্ডে একটি খাটের ভেতরে লুকিয়ে ইয়াবার বড় চালান এসেছে বলে জানা যায়। খাটটি নেয়ার জন্য কেউ আসবে- এ তথ্যে র্যাব সদস্যরা পার্সেল অফিসে অবস্থান নেয়। পরে খাটটি ডেলিভারি নিতে আসলে মিজানুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। তার সামনেই খাটের ভেতর লুকিয়ে রাখা ৯ হাজার ৭০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাবাদে আটক আসামি দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন স্থানে ইয়াবা বড়ি বিক্রয়ের কথা স্বীকার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন এসপি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।