
রফিকুল আলম, ধুনট : বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে বুলবুলি খাতুন ওরফে বুদি (৪৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। নিহত বুলবুলি খাতুন উপজেলার নলডাঙ্গা গ্রামের ছলিম উদ্দিনের স্ত্রী।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সোমবার রাতে উপজেলার নলডাঙ্গা গ্রামের জব্বার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪২), দারেগ আলীর ছেলে এরশাদ আলী (২৬) ও আফছার আলীর ছেলে আসাদুল ইসলামকে (২২) আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, উপজেলার নলডাঙ্গা গ্রামের আলী আকন্দের সাথে একই গ্রামের আবু বক্করের দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। বিবাদমান ওই জমির দখল পাল্টা দখল নিয়ে ২৪ আগষ্ট সকাল ৯টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মা ও ছেলেসহ উভয় পক্ষের ৭জন আহত হয়।
আহতরা হলো, আলী আকন্দের পক্ষের ছলিম উদ্দিনের স্ত্রী বুলবুলি খাতুন (৪৫), জামাল উদ্দিন আকন্দের স্ত্রী চায়না খাতুন (৪০), তার ছেলে কলেজছাত্র মিজানুর রহমান (২২) ও মওলা বক্সের ছেলে রানা বাবু (২০) এবং অপর পক্ষ আবু বক্করের ছেলে মিঠু আকন্দ (২৬), মোজাম্মেল হক আকন্দের ছেলে পিয়ারা খাতুন (৫০) ও ময়ান আকন্দের ছেলে আলমগীর হোসেন (৩০)।
ওই দিনই আহতদের মধ্যে বুলবুলি খাতুন ও চায়না খাতুনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টার দিকে বুলবুলি খাতুন মারা যায়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত বুলবুলি খাতুন মারা গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।