
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ ৬০ জন কৃষকের মাঝে বিভিন্ন জাতের রোপা আমন ধানের বীজতলা (চারা) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর বাঁশকান্দা গ্রামে কমিউনিটি বীজতলা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার স্মৃতি, নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.মাজেদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনুপ সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর বকশীগঞ্জ উপজেলার সাত টি ইউনিয়নের ৬০০ কৃষককে বীজতলা বিতরণের জন্য বীজতলা রোপণ করেছেন। বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে এসব বীজতলা বির্তরণ করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।