
সেবা ডেস্ক: গুজব প্রতিরোধে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গত ৩১ জুলাই বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে গুজব নিরসনে আন্তঃমন্ত্রণালয় সভার শুরুতে তিনি এ সহযোগিতা চান।
তথ্যমন্ত্রী বলেন, গুজব প্রতিরোধে আমরা গণমাধ্যমের সহযোগিতা চাই। এটা বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমের সার্ভিস প্রভাইডারদেরও সহযোগিতা দরকার। বিভিন্ন দেশ এ ব্যাপারে নীতিমালা করছে। আমাদেরও ভাবা উচিত।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এসব গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এটি শুধু যে আমাদের দেশে হচ্ছে তা নয়, বিশ্বের অন্য দেশেও এটি হচ্ছে। এর পেছনে একটি স্বার্থান্বেষী মহল কাজ করছে।
এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, আমি মনে করি, যারা গুজব ছাড়ায়, বিশেষ করে যারা প্রাণঘাতী গুজব ছড়ায়, তাদের শাস্তি আরো শক্ত হওয়া উচিত। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।