আইভি রহমান এক অসাধারণ মেধা‌বী নারী নেত্রী

S M Ashraful Azom
0
Ivy Rahman is a remarkably talented woman leader
সেবা ডেস্ক: আইভি রহমান ১৯৪৪ সালের ১ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার চন্ডিবের গ্রামে জন্মগ্রহণ করেন৷ আট বোন ও চার ভাইয়ের মধ্যে তাঁর অবস্থান ছিলো পঞ্চম। তাঁর বাবা জালাল উদ্দিন আহমেদ ঢাকা কলেজের অধ্যক্ষ ছিলেন। মা হাসিনা বেগম গৃহিণী ছিলেন। তাঁর প্রাথমিক শিক্ষা জীবন ভৈরব থানার অন্তর্গত একটি বিদ্যালয়ে সম্পন্ন হয়। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাঙলায় স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন৷

প্রয়াত রাষ্ট্রপতি ও কিংবদন্তির রাজনীতিবিদ জিল্লুর রহমান তাঁকে ১৯৫৮ সালের ২৭ জুন নবম শ্রেণীতে অধ্যয়নকালীন সময়ে বিয়ে করেন। পারিবারিক জীবনে পুত্র নাজমুল হাসান পাপন (বর্তমান সংসদ সদস্য ও বিসিবি চেয়ারম্যান) এবং ২ কন্যা সন্তান তানিয়া ও ময়না’র মা ছিলেন তিনি৷

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় জাতির জনক বঙ্গবন্ধুর নীতি ও আদর্শে উজ্জীবিত হয়ে রাজনৈতিক সংগ্রামে আত্মনিয়োগ করেন৷ ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নির্দেশে বেগম সাজেদা চৌধুরীর নেতৃত্বে তিনি রাইফেল ও ফাস্ট-এইড ট্রেনিং নেন এবং অন্যান্য নারীদেরকেও ট্রেনিং দেন৷ তাছাড়া তিনি মুক্তিযোদ্ধাদের মনোবল ও উদ্যম সৃষ্টির লক্ষ্যে জয় বাঙলা রেডিওতে নিয়মিত কথিকা পাঠ করতেন৷

১৯৬৯ সালে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে জাতীয় মহিলা আওয়ামী লীগের নেত্রী হন। ১৯৭৮ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহিলা বিষয়ক সম্পাদক ও ১৯৮০ সালে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর পূর্বে আইভি রহমান সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশ মহিলা সমিতি পুর্ণগঠনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। মৃত্যু-পূর্ব পর্যন্ত তিনি এই সমিতির সভানেত্রী ও জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি একাধারে মহিলা সংস্থা ও জাতীয় মহিলা সমিতির সভানেত্রী ছিলেন।

২০০৪ সালের একুশে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আইভি রহমান। অতপর ২৪ আগস্ট, ২০০৪ সালে রাত ২টায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।

বাঙলার এই মহিয়ষী মানুষটিকে মুক্তিযুদ্ধ এবং সমাজসেবার ক্ষেত্রে অনন্য ও গৌরবোজ্জ্বল ভূমিকা রাখার জন্য স্বাধীনতা পদক-২০০৯ (মরণোত্তর) প্রদান করা হয়৷ জিল্লুর রহমান মহিলা কলেজের নির্মাণাধীন ছাত্রীনিবাস, ঢাকা-সিলেট মহাসড়কে তোরণ ও নামফলক তাঁর নামে নামাঙ্কিত হয়েছে।

আজ আমাদের শ্রদ্ধেয় এই প্রিয় মানুষটির প্রয়াণ দিবস, তাঁর প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলী।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top