
জামালপুর সংবাদদাতা : জামালপুরে দুর্ণীতি বিরোধী শপথ ও কার্টুন প্রদর্শনী ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর ও ট্রান্সপাসেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি এর আয়োজন করে। সনাক সভাপতি অধ্যাপক মীর আনছার আলীর সভাপতিত্বে সনাক সদস্য অজয় কুমার পাল, বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন, টিআইবি’র এরিয়া ম্যানেজার আরিফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এতে বক্তারা বলেন শিক্ষার্থীদের মাঝে দুর্ণীতি বিরোধী চেতনা তৈরির উদ্দ্যেশ্যেই এই কর্মসূচির আয়োজন। এসময় সনাক সভাপতি অধ্যাপক মীর আনছার আলী শিক্ষার্থীদের দুর্ণীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান। পরে দুর্ণীতি বিরোধী কার্টুন প্রদর্শনীতে শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে অংশগ্রহন করে। কর্মসূচিতে সনাক, স্বজন, ইয়েস গ্রুপের সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহন করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।