![]() |
| কবুতরের সাথে খামারী কবির মেস্ত্রি |
২০১৭ সালের মাঝামাঝি সময়। প্রথমে এক জোড়া কবুতর কিনেছি। দেশীয় জাতে জোড়া কবুতর ৮শ টাকায় নিয়ে সখের কবুতর পোষা শুরু হল। সুন্দর ওই জোড়া কবুতর গুলো বিক্রি করতে মন চাইল না তার। ওই কবুতর থেকে বাচ্চা হয়, পরে বাচ্চা গুলো বড় হতে হতে তারাও নতুন করে বাচ্চা দেয়। এভাবে ধীরে ধীরে কবুতরের সংখ্যা বাড়তে থাকে। পরিকল্পনা এলো একটি খামার করবে। যে ভাবা সেই কাজ। পরবর্তীতে বিভিন্নভাবে তিনি কবুতরের খামারের সম্প্রসারণ করেন। তার ব্যবসারও প্রসার ঘটতে থাকে। এখন তার খামারে রয়েছে দেশীয় জাতের পাশাপাশি বিদেশী জাতের হোমার, রেড সিরাজী, গিরিবাজ, ময়ুরপঙ্খী, চায়না সহ ৬-৭ জাতের কবুতর। বর্তমানে ৬০'জোড়া কবুতর রয়েছে তার খামারে। কোন কর্মচারী নেই। খামারে নিজে এবং তার স্ত্রী কাজ করছে। যার বর্তমান বাজার দাম হিসেব করলে লক্ষাধিক টাকার কবুতর আছে তার খামারে।
তিনি জানান, খাদ্য ও ঔষধপত্রের খরচ বাদে প্রতি মাসে তার লাভ হয় ১২ থেকে ১৩ হাজার টাকা। পাশাপাশি একজন রাজমেস্ত্রী। যা দিয়ে তার সংসার চলে স্বাচ্ছন্দ্যবোধে। তিনি খামারে আরো নানা জাতের দামী দামী কবুতর তুলতে চায়। কোলাহল দক্ষিণা বাতাসের পর্যাপ্ততায় কবুতরগুলো বেড়ে উঠে তার খামারে। প্রতিদিন কোন না কোন সাধারণ ক্রেতা থেকে দেশের বিভিন্ন অঞ্চলের কবুতর ব্যবসায়ীর সমাগম থাকে তার খামারে। বিদেশী জাতের ৪-৫ হাজার টাকা দামের কবুতরের সংখ্যাও কম নাই তার খামারে।
তার সাথে কথা বলে জানা যায়, সখের বশে কেনা ৮শ টাকার জোড়া কবুতরই ছিল প্রাথমিক মূলধন! বর্তমান খামারে গড়ে উঠা শতাধিক কবুতর ওই মূলধন থেকেই। তিনি নতুন কোন মূলধন বিনিয়োগ করেন নি এ পর্যন্ত। দিনের বেলায় খাদ্য সরবরাহ করে থাকে তার স্ত্রী। সারাদিন রাজমেস্ত্রীর কাজ শেষে সময় দেন খামারে। কোন কবুতর অসুস্থ হয়েছে কিনা চিহ্নিত করে তার চিকিৎসা তিনি নিজেই দিয়ে থাকেন বলে জানান। কবুতরের রোগবালাই শীতকালে একটু দেখা দিলেও অন্যন্য ঋতুতে তা পরিলক্ষিত হয় খুব কমই। তার মতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বেড়ে উঠা কবুতরের রোগবালাই তেমন হয়না।
বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সহকারী কর্মকতা মোঃ ফরিদুল আজিম জানান, মোঃ কবির মেস্ত্রী একজন পাখি প্রেমিক মানুষ। তিনি ক্ষুদ্র আকারে কবুতরের খামার করে সফল হয়েছেন।বড়সড় খামার করার যে স্বপ্ন দেখেছেন তাতে তিনি সফল হতে পারবেন বলেও জানান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।