
সেবা ডেস্ক: দেশের টেলিভিশন চ্যানেল মালিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ২৮ আগষ্ট বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো’র কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ পরামর্শ দেন।
এ সময় অ্যাটকোর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জানানো হয়, খুব শিগগিরই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের সব টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার শুরু করবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।