
সেবা ডেস্ক: আজ ২০ আগষ্ট মঙ্গলবার সকালে যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রাম থেকে ৩টি বিদেশী পিস্তল, ৬৬ রাউন্ড গুলি, তিনটি ম্যাগজিন ও ১ কেজি গান পাউডার সহ আসলাম হোসেন শিমুল (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
মঙ্গলবার সকাল ১১ টার সময় ওই বাড়ির রান্না ঘরের চুলার ভিতর খুড়ে এসব অস্ত্র উদ্ধার করে। আটকৃত আসলাম হোসেন শিমুল বড় আঁচড়া গ্রামের আলী হোসেন মধুর ছেলে।
যশোর র্যাব -৬ এর এএসপি সমীর সরকার আমাদের যশোর ব্যুরো প্রধান রাসেল ইসলামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বড়আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে শিমুল নামে এক যুবককে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির রান্না ঘরের চুলার ভিতর খুড়ে ৩টি বিদেশী পিস্তল ৬৬ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগজিন ও ১ কেজি গান পাউডার সহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তদন্তর স্বার্থে তাকে যশোর র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।