পলাশবাড়ীতে জন্ম অষ্টমী পালিত

S M Ashraful Azom
0
Palasbari celebrated Janmashtami
গাইবান্ধা জেলা প্রতিনিধি: সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আজ শুভ জন্মতিথি। এই মহাপুণ্য তিথিতে কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত কোল আলো করে এসেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।

আজ হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব । হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অবতার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভ‚ত হয়েছিলেন। শুভ জন্মাষ্টমী উপলক্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে এক বণার্ঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ আগস্ট শুক্রবার সকালে উপজেলা কেন্দ্রীয় কালী মন্দির থেকে একটি বিশাল র‌্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়ী মন্দির প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল কুমার মিত্রের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি দীলিপ চন্দ্র সাহা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।

হিন্দু বৌদ্ধ খিষ্ঠান ঐক্য পরিষদের সাধারন সুবীর কুমার দাস, মোহন চন্দ্র, বাবু গোপাল গোবিন্দ তালুকদার ছারাও উপস্থিত ছিলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top