দেওয়ানগঞ্জে কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার এক

S M Ashraful Azom
0
One arrested in Dewanganj including Kg
সেবা ডেস্ক: জামালপুর জেলার দেওয়ানগঞ্জের তারাটিয়া বাজার থেকে গতকাল রাতে দুই কেজি গাঁজা ও ২০০টি ইয়াবাসহ আসলাম হোসেন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ। তিনি শেরপুর সদর উপজেলার হরিণধরা গ্রামের আইতুল্লা মন্ডলের ছেলে।

জানা গেছে, তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফরহাদ আলী গোপন সংবাদের ভিত্তিতে ২২ আগস্ট রাতে তারাটিয়া বাজার এলাকায় ফারুকের দোকানের সামনে চেকপোস্ট বসান। এ সময় সানন্দবাড়ী থেকে সিএনজিযোগে শেরপুর যাওয়ার পথে মাদক কারবারি আসলাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুই কেজি গাঁজা ও ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ময়নুল ইসলাম সরকার জানান, মাদক কারবারি আসলাম হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top