সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সাড়ে ৫১ কোটি টাকার বিশেষ বরাদ্দ

S M Ashraful Azom
0
Special allocation of Tk. 5 crore to prevent dengue across the country
সেবা ডেস্ক: সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার মন্ত্রণালয় মোট সাড়ে ৫১ কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
বুধবার সচিবালয়ে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সঙ্গে মত বিনিময়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে সাড়ে ৭ কোটি করে ১৫ কোটি বরাদ্ধ দেয়া হয়েছে। ঢাকার বাইরের সিটি কর্পোরেশনগুলোকে মোট সাড়ে ৬ কোটি টাকা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

তিনি আরো বলেন, এছাড়া সারাদেশের পৌরসভাগুলোকে মোট ৩০ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে। সবমিলিয়ে ডেঙ্গু প্রতিরোধে মোট সাড়ে ৫১ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান তিনি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top