
সেবা ডেস্ক: আগামী ১৮ আগষ্ট রোববার বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ চার দিনের সরকারি সফরে ইন্দোনেশিয়া যাচ্ছেন। আগামী রোববার ভোরে তিনি ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী তথ্য কর্মকর্তা ওয়াজির উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সফরকালে সেনাবাহিনী প্রধান ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চীফ ও সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি ইন্দোনেশিয়ার বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান ২৩ আগস্ট দেশে ফিরবেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।