
সেবা ডেস্ক: সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ইন্দোনেশিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল আন্দিকা পারকাসা ও সশস্ত্র বাহিনীর কমান্ডার এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইন্দোনেশিয়া সফরকালে সেনাপ্রধান মঙ্গলবার এই সাক্ষাতে মিলিত হন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী পরিচালক রাশেদুল আলম খান বিকেলে এ তথ্য জানান।
সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ও ইন্দোনেশিয়া সেনাবাহিনী এর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয় ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এর আগে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ইন্দোনেশিয়ার সেনা সদর দফতরে পৌঁছলে তাকে ইন্দোনেশিয়া সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ মঙ্গলবার (২০ আগস্ট ২০১৯) ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার এয়ার চীফ মার্শাল হাদি জাজান্তো এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধানকে একটি স্মারক উপহার প্রদান করেন
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ মঙ্গলবার (২০ আগস্ট ২০১৯) ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ডার এয়ার চীফ মার্শাল হাদি জাজান্তো এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধানকে একটি স্মারক উপহার প্রদান করেন
পরে সেনাবাহিনী প্রধান ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনী সদর দফতর পরিদর্শন করেন। এ সময় তিনি ইন্দোনেশিয়া সশস্ত্র বাহিনীর কমান্ডার এয়ার চীফ মার্শাল হাদি জাজান্তো এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান দ্বি-পাক্ষিক সহযোগিতা উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।