মাত্র ২৪ ঘণ্টায় পাওয়া যাবে ওমরা ভিসা!

S M Ashraful Azom
0
Umrah visa will be available in just 24 hours!
সেবা ডেস্ক: পবিত্র হজ সম্পন্ন হওয়ার পর শুরু হতে যাচ্ছে ওমরা ভিসা দেয়ার কাজ। চাইলে যে কেউ ২৪ ঘণ্টায় পেতে পারেন ওমরার ভিসা। যেসব মুসলিম ওমরাহ পালনে আগ্রহী তারা সৌদি দূতাবাসে না গিয়ে অনলাইনে ২৪ ঘণ্টায় পাবেন ওমরা ভিসা।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় তাদের একটি নতুন ওয়েবসাইটের মাধ্যমে দূতাবাসে না গিয়ে ২৪ ঘণ্টায় ওমরা ভিসা সরবরাহের অনুমতি দিয়েছেন বলে জানা যায়।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উধ্র্বতন কর্মকর্তা আব্দুল আজিজ ওয়াজ্জান দৈনিক পত্রিকা ওকাজকে বলেছেন, ‘ওমরাহ পালনে ইচ্ছা পোষণকারী ব্যক্তিকে ভিসার জন্য দূতাবাসে যেতে হবে না। নতুন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ২৪ ঘণ্টা ই-ভিসা সুবিধা দেবে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।’

তিনি আরো বলেন, ‘আগামী মৌসুমে ওমরাহ পালন করতে ইচ্ছুক ১০ মিলিয়ন ব্যক্তিকে ২৪ ঘণ্টা অনলাইনে ই-ভিসা সুবিধা দেবে সৌদি।’

ওমরা ভিসা প্রদানের এ নতুন ওয়েবসাইটের নাম দেয়া হয়েছে- ‘দ্য সেন্ট্রাল প্লাটফর্ম ফর দ্য ইলেক্ট্রনিক ইস্যুয়েন্স অফ ওমরা ভিসাস’ (The central platform for the electronic issuance of Umrah visas)। এ ওয়েবসাইট আগামী ওমরাহ মৌমুমে দ্রুত ওমরা ভিসা প্রাপ্তিতে সহায়ক হবে।

তিনি আরো যোগ করেন, ‘হজ ও ওমরার ইতিহাসে এবারই (২০১৯ সালে) প্রথম বিনামূল্যে মক্কার মসজিদে হারাম থেকে মিনা পর্যন্ত পরিবহনের ব্যবস্থা করে সফলতার সঙ্গে সেবা দিয়েছে সৌদি হজ ও ওমরা কর্তৃপক্ষ।

সৌদি আরবের তাওয়াফা পরিবহন সংস্থার প্রধান আদিল ক্বারীর তথ্য মতে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া ও তুরস্কের প্রায় ৪৩ হাজার হজযাত্রী এ সেবা গ্রহণ করেছেন।

১০ জিলহজ মোতাবেক তথা ঈদ-উল-আজহার দিনও ১৫০টি প্রথম শ্রেণীর বাস দীর্ঘ ৩০ ঘণ্টা মিনা থেকে মসজিদে হারামে আসা-যাওয়া করে হজযাত্রীদের সেবা প্রদান করে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top