ভবনে এডিসের লার্ভা: তমা কনস্ট্রাকশন সুপারভাইজারের কারাদণ্ড

S M Ashraful Azom
0
ভবনে এডিসের লার্ভা তমা কনস্ট্রাকশন সুপারভাইজারের কারাদণ্ড
সেবা ডেস্ক: পুরনো ঢাকার জনসন রোডে তমা কনস্ট্রাকশনের নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায়  এ প্রতিষ্ঠানের সুপারভাইজার মো. সাঈদকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকা দক্ষি সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)। তাকে ২৬৯  ধারায় কারাদণ্ড দেয়া হয়।
বুধবার পুরনো ঢাকার জনসন রোডে লার্ভা সনাক্তকরণে পরিচালিত অভিযানে এ দণ্ড দেন ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান।

এর আগে ঢাকা মহানগর মহিলা কলেজের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত সমাবেশ ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বক্তৃতা করেন ।

মেয়র সাঈদ বলেন আমরা ভবন মালিকদের বারবার আহ্বান জানানো সত্ত্বেও অনেকেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন না। নিয়মিত মোবাইল কোর্ট চালাচ্ছি।নির্মাণাধীন ভবন মালিকরা সচেতন না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নগর কর্তৃপক্ষ পিছপা হবে না।

এছাড়া মেয়র ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্দোগের বিকল্প নেই উল্লেখ করে বলেছেন, ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। দিন দিন এ পরিস্থিতি জটিল হচ্ছে। প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। নগর কর্তৃপক্ষ সর্বশক্তি দিয়ে এটি মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে। জনগণ ও ধীরে ধীরে এ বিষয়ে সচেতন হচ্ছে।

আশা করছি সরকারি-বেসরকারি সবার সম্মিলিত উদ্যোগে  দ্রুতই এ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো।

শিক্ষার্থীদের জন্য কর্পোরেশনের পক্ষ থেকে বিনামূল্যে অ্যারোসল বিতরণের অংশ হিসেবে কলেজ অধ্যক্ষের হাতে অ্যারোসলের কার্টুন তুলে দেন মেয়র।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top