
সেবা ডেস্ক: এবার মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাজধানির ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের নামে থানায় জিডি করেছেন এক ব্যক্তি।
মঙ্গলবার রাতে কাউন্সিলর সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে একই ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ আহমেদ পল্লবী থানায় অভিযোগ এনে ওই সাধারণ ডায়েরি করেন। এ জিডি নম্বর ২৭৬৬।
জানা গেছে, মিরপুরের পল্লবী এলাকায় দীর্ঘদিন ধরে মশার ওষুধ ছিটানো হয়নি। এর ফলে এ এলাকায় মশার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওঠেছেন। তিনি এই অভিযোগ এনেই থানায় জিডি করেন।
জিডিতে ইউসুফ আহমেদ উল্লেখ করেন, গত কয়েক মাসের মধ্যে পল্লবী এলাকার এভিনিউ-১-এ মশা মারার ওষুধ ছিটানো হয়নি। সিটি কর্পোরেশনের সব সুবিধা এলাকাবাসীর প্রাপ্য। অথচ স্থানীয় কাউন্সিলর ৩ বছর আগে নির্বাচিত হওয়ার পরও মশার ওষুধ একবারও ছেটাননি।
এদিকে জিডির অভিযোগে কাউন্সিলর সাজ্জাদ হোসেন জানান, মশার ওষুধ ছেটানোর প্রমাণস্বরূপ কোনো ছবি তার কাছে নেই। তবে তার ওষুধ ছিটানোর বিষয়টি এলাকাবাসী জানেন বলে তিনি দাবি করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।