জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে প্রবেশের নিয়ম

S M Ashraful Azom
0
The rules for entering the national Eidgah and the Baitul Mukarram
সেবা ডেস্ক: আগামীকাল সোমবার বিশ্বের বিভিন্ন দেশসহ বাংলাদেশেও পবিত্র ঈদুল আজহা। ঈদের জামাতকে ঘিরে সদৃঢ়, সুসমন্বিত ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার স্বার্থে বায়তুল মোকাররম ও জাতীয় ঈদগাহে ঢুকতে মানতে হবে কিছু নিয়ম।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানানো হয়েছে, এই দুই জায়গায় ঈদের নামাজ পড়তে গেলে মুসল্লিরা সঙ্গে নিতে পারবেন জায়নামাজ ও ছাতা। এছাড়া নেয়া যাবে না অন্য কিছু। চলার সুবিধার্থে নির্দিষ্ট দূরত্বে গাড়ি থেকে নামতে হবে। আর গাড়ি রাখতে হবে যথাস্থানে।

আরো জানা যায়, ঈদের জামাতে মুসল্লিরা জায়নামাজ ও বৃষ্টি হলেই ছাতা সঙ্গে নিয়ে আসতে পারবেন। নিরাপত্তার স্বার্থে পুলিশ মুসল্লিদের জায়নামাজ ও ছাতা তল্লাশির পর সেগুলো নিয়ে ঈদগাহে প্রবেশের অনুমতি দেবে।

এছাড়া জাতীয় ঈদগাহে প্রত্যেক মুসল্লিকে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে দিয়ে প্রবেশ করতে হবে। মুসল্লিদের তিন ধাপে আর্চওয়ে ও তল্লাশির মধ্য দিয়ে ঈদগাহে প্রবেশ করানো হবে।

অন্যদিকে জাতীয় ঈদগাহ মাঠে প্রবেশে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আবদুল গণি রোড, মৎস্য ভবন ও দোয়েল চত্বরসহ কয়েকটি এলাকায় ব্যারিকেড থাকবে। এসব সড়ক দিয়ে ঈদগাহে হেঁটে যেতে হবে। ব্যারিকেডের ভেতর ভিভিআইপি ছাড়া কোনো গাড়ি চলাচল করতে দেয়া হবে না।

এছাড়া যেসব মুসল্লি গাড়ি নিয়ে আসবেন তাদের ট্রাফিক নির্ধারিত স্থানে পার্কিং করতে হবে। পার্কিংয়ের স্থানগুলো হবে- মৎস্য ভবন হতে শাহবাগ, আইইবির ভেতরে পার্কিং, কার্পেট গলি, দোয়েল চত্বর, ফজলুল হক হল এবং প্রেসক্লাব লিংক রোড ব্যারিকেডের বাইরে।

গত শনিবার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পোশাকধারী পুলিশ, সাদা পোশাকে ডিবি পুলিশ, সোয়াত, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট, আর্চওয়ে ও সিসিটিভি মনিটরিং ব্যবস্থা থাকবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top