এবার একই ফ্রেমে দুই বাংলার জয়া-প্রসেনজিৎ!

S M Ashraful Azom
0
This time Jaya-Prasenjit of two Bengal!
সেবা ডেস্ক: জয়া আহসান অসাধারণ অভিনয় দক্ষতায় ওপার বাংলার সিনেমার জনপ্রিয় মুখে পরিণত হয়েছেন। জয়া আহসান অভিনীত দুটি ছবি এরই মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে।
এবার গুঞ্জন উঠেছে, টালিউডের বিখ্যাত নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসান একসঙ্গে বড়পর্দায় আসছেন। জানা গেছে, সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরেই ছবির শুটিং শুরু হবে। এর পরিচালনা করবেন অতনু ঘোষ। এরই মধ্যে ২ থেকে ৩টি চিত্রনাট্য নিয়ে প্রসেনজিতের সঙ্গে কথা হয়েছে। তবে কোনো গল্পই চূড়ান্ত করা হয়নি।

পরিচালক অতনু ঘোষ আগেও জয়া ও প্রসেনজিতের সঙ্গে কাজ করেছেন। তার সিনেমা 'ময়ূরাক্ষী'তে প্রসেনজিতের সঙ্গে ছিলেন প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টপাধ্যায়। বাবা-ছেলের এই গল্প ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাঙালি ফিচার ছবির মর্যাদা পেয়েছিল। অন্যদিকে অতনুর পরিচালনায় 'বিনিসুতোয়' কাজ করেন জয়া আসহান ও ঋত্বিক চক্রবর্তী।

এদিকে কয়েক মাস আগে জয়ার জন্মদিনে সোশ্যাল সাইটে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রসেনজিৎ। তবে প্রসেনজিতের বিপরীতে জয়াকেই নেয়া হবে কিনা, সে বিষয়ে কিছুই জানাননি পরিচালক অতনু। এই গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে বাংলা ছবির দর্শকরা দুই বাংলার দুজন শক্তিমান অভিনয়শিল্পীকে একই ফ্রেমে দেখতে পারবে।

প্রসঙ্গত, এবার শ্রেষ্ঠ বাংলা ছবির ক্যাটাগরিতে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেন জয়া আহসান অভিনীত সৃজিত মুখার্জীর ছবি 'এক যে ছিল রাজা'। এই ছবিটি বাংলাদেশের গাজীপুরের ভাওয়াল রাজার জীবন নিয়ে নির্মিত হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top