
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে এক বন্ধুকে হত্যার চেষ্টায় তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ২ আগস্ট দিবাগত রাত ১০টার দিকে বাঘাডোবা গ্রামে।
জানাগেছে, ১০ হাজার টাকা লেন-দেনের জের ধরে বাঘাডোবা গ্রামের সোনা মন্ডলের ছেলে রাজু (২৬), মকবুল হোসেনের ছেলে কবির হোসেন (২৩), আক্কাছ আলীর ছেলে কামরুল হাসান (১৮), গাংপাড়ার শাহজামাল ওরফে শাবুর ছেলে স্বপন (২০) এবং মালঞ্চ গ্রামের আরিফ হোসেন (২২) এর সাথে মনোমালিন্য চলছিল।
ঘটনার রাতে এই চারবন্ধুসহ আরো কয়েকজনে মিলে রাজুকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক রাজুকে বাড়ি থেকে ডেকে বাঘাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে রাজুকে গলা কেটে হত্যার চেষ্টা করে। গলাকাটার সময় রাজুর সাথে হত্যা পরিকল্পকারিদের ধস্তাধস্তির একপর্যায়ে রক্তাক্ত অবস্থায় রাজু দৌড়ে মালঞ্চ-মেলান্দহ সদর রাস্তায় ওঠে।
পথচারিদের ডাকচিৎকারে মুহুর্তেই লোকজন জমায়েত হয়। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে আহত রাজুকে প্রথমে জামালপুর পরে ময়মনসিংহ হাসপতালে ভর্তি করেছে।
অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান-এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে মেলান্দহ থানায় মামলা (নং-২) দায়ের হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তার অভিযান চলছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।