২৪ হাজার ৭৩৫ হাজি পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন

S M Ashraful Azom
0
Twenty-four thousand pilgrims returned to the country after completing the Holy Hajj
সেবা ডেস্ক: পবিত্র  হজ পালন শেষে ফিরতি ৬৮টি হজ ফ্লাইটে ২৪ হাজার ৭৩৫ জন হাজি দেশে প্রত্যাবর্তন করেছেন। শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৯টি ও সৌদি এয়ারলাইন্সের ৩৯টি বিমানে এসব হাজি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন বলে হজ অফিস সূত্রে জানা গেছে।

বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারের মোট ৩৬৫টি ফ্লাইটে মোট ১ লাখ ২৭ হাজার ১৫২ জন যাত্রী হজ পালন করতে সৌদি গিয়েছিলেন। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজ যাত্রী হজ পালনে সৌদি আরব গিয়েছেন। এছাড়া হজ ব্যবস্থাপনার জন্য গিয়েছেন ২২৭জন সদস্য। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে। গত ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলতি বছর গত ১০ আগস্ট সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ২২ আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ বছর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ১৪ নারীসহ ৯৬ হজ যাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ৮৫ জন মদিনায় ১০ জন, জেদ্দায় ১ জন হজ যাত্রীর ইন্তেকাল করেন বলে মক্কা হজ অফিস জানিয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top