ভবিষ্যতে বাংলাদেশেই বিমান তৈরি হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

S M Ashraful Azom
0
ভবিষ্যতে বাংলাদেশেই বিমান তৈরি হবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব নজিবুর রহমান বলেছেন, 'শ্রীহট্ট ইকোনমিক জোনে' বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে যত দ্রুত সম্ভব শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। অধিগ্রহণকারীদের প্রাপ্য যথাযথভাবে বুঝিয়ে দিতে হবে এবং শিল্প এলাকায় পরিবেশের কোনো ক্ষতি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মৌলভীবাজারের সমশেরনগর বিমানবন্দরসহ দেশের অন্যান্য বিমানবন্দরকে কাজে লাগানো হবে। ভবিষ্যতে বাংলাদেশেই বিমান তৈরি হবে।

বৃহস্পতিবার শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের রোশনী মহলে অনুষ্ঠিত শ্রীহট্ট ইকোনমিক জোনের উন্নয়ন সংক্রান্ত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. ফারুক হোসেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো. তাহমিদুল ইসলাম, মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরীন, পুলিশ সুপার ফারুক আহমেদ ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন।

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল চার জেলার মিলনস্থল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে ৩৫২ একর জমির উপর গড়ে উঠেছে।

জানা যায়, প্রধানমন্ত্রী ২০১৬ সালে এ শিল্পাঞ্চলের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভবিষ্যতে এ শিল্পাঞ্চল প্রায় ৪৪ হাজার লোকের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top