‘প্রাথমিক শিক্ষায় ছেলে-মেয়ে সমতা অর্জিত হয়েছে’

S M Ashraful Azom
0
‘প্রাথমিক শিক্ষায় ছেলে-মেয়ে সমতা অর্জিত হয়েছে’
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, প্রাথমিক শিক্ষায় ছেলে-মেয়ে সমতা অর্জিত হয়েছে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা হাতে বই পাওয়ায় শিক্ষার প্রতি তাদের আগ্রহ বেড়েছে। এটা সরকারের বড় সফলতা। শুধু বই সরবরাহ নয়, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) শিক্ষা-সংক্রান্ত সব লক্ষ্যই অর্জন করেছে বাংলাদেশ। বিনা ম‚ল্যের বই, উপবৃত্তি, স্কুল ফিডিং প্রভৃতির সুফল পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবে মেয়েদের আগ্রহও বেড়েছে।

সোমবার বিকেল ৫টার দিকে বগুড়ার ধুনট উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ডিভাইস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজেন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।

ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক আবুল কালাম আজাদ, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহমিনা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, অরুন কুমার দেবনাথ, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, আব্দুল মান্নান, শহিদুল ইসলাম, আব্দুল কুদ্দস ও ইবনে সউদ জনি প্রমূখ।

উক্ত আলোচনা সভা শেষে অবসরপ্রাপ্ত ৩৮জন শিক্ষক ও ১৭৭জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা এবং ২৯জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ডিভাইস বিতরণ করা হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top