বিমানে উঠতে বাধা দেওয়ায় পুলিশকে কামড়াল মাতাল নর্তকী!

S M Ashraful Azom
0
বিমানে উঠতে বাধা দেওয়ায় পুলিশকে কামড়াল মাতাল নর্তকী!
সেবা ডেস্ক: প্রচুর পরিমানে মদ্যপান করেছিলেন এ নর্তকী, এই মাতাল অবস্থাতেই বিমানে উঠতে যান। কিন্তু এতটাই মাতাল ছিলেন যে, নিজের পাসপোর্ট-সহ প্রয়োজনীয় কাগজপত্র অবধি দেখাতে পারছিলেন না। তাকে বিমানে উঠতে বাধা দেন পুলিশকর্মীরা। আর এতেই ঘটল বিপত্তি।

সম্প্রতি ৩৩ বছরের ডায়ানা আন্দ্রিয়াস রিভেরাকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এমনই ঘটনার মুখোমুখি হতে হয়েছে। তিনি স্পেনের মাদ্রিদে তার বাড়িতে যাচ্ছিলেন। হাতের সময় কাটাতে বিমানবন্দরের দু’নম্বর টার্মিনালের একটি পাবে বসে খেয়েছিলেন মদ।

জানা গেছে, ওই যুবতী স্পেনের বিখ্যাত ভিক্টর ব্যালে কোম্পানিতে নর্তকী হিসাবে কাজ করেন। পুলিশ কর্মীরা বাধা দিলেই তাদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন ডায়ানা আন্দ্রিয়াস রিভেরা। মত্ত অবস্থায় তিনি পুলিশ অফিসারদের লাথি মারেন। সে সময় পুলিশকর্মীদের কামড়ানোর চেষ্টাও করেন।

এর পরই তাকে গ্রেফতার করে পুলিশ। সে সময় ডায়ানার কাছ থেকে একটি ছুরিও উদ্ধার হয়। যদিও ওই ছুরি দিয়ে তিনি কাউকে আক্রমণের চেষ্টা করেননি।

এদিকে বিমানবন্দরে ছুরি নিয়ে যাওয়া ও কর্তব্যরত পুলিশকর্মীদের আক্রমণ করায় শাস্তি দিয়েছে সেখানকার আদালত। তাকে ১০০ ইউরো জরিমানাও করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top