“প্রাথমিকের শিক্ষার্থীদের ঝড়ে পড়ার ভয় নেই বলেছেন”

S M Ashraful Azom
0
“প্রাথমিকের শিক্ষার্থীদের ঝড়ে পড়ার ভয় নেই বলেছেন”
শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৫ সেপ্টেম্বর) বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মানসন্মত শিক্ষা নিশ্চিতকরণ, বিদ্যালয় হতে ঝরে পড়া রোধকল্পে অভিভাবক সমাবেশ ও কোমলমতি শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসক বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক মুহাম্মদ ইলিয়াস হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন- "শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ব্যতিত কোন জাতী উন্নতি লাভ করতে পারেনা। শিক্ষার মূল চাবিকাঠি হচ্ছে প্রাথমিক শিক্ষা। কোমলমতি শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষকই হচ্ছেন মা। মা' শিশুর ভবিষ্যৎ জীবন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূণ ভুমিকা রাখে। তাই শিশুর মেধাবিকাশে শিক্ষকের পাশাপাশি মা-বাবাকেই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, পরিক্ষায় আপনার সন্তান গোল্ডেন পেয়েছে কিনা, ভালো রেজাল্ট করেছে কিনা তার প্রধান্য না দিয়ে আপনার সন্তান নৈতিক চরিত্রের বলে বলিয়ান হয়ে উঠছে কিনা সেটাই দেখার বিষয়। আপনি অভিবাবক হিসেবে আপনার সন্তান ভালোমত পড়ালখা করছে কিনা, নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা সেটাও দেখতে হবে। টাকার অভাবে আপনার সন্তান ঝড়ে পড়বে এ কথা ভাবার সময় এখন আর নেই। সরকার শিক্ষাক্ষেত্রে যুগান্তকারি পদক্ষেপ নিয়েছে। এখন থেকে শিক্ষার্থীরা বহুবিদ সুবিধা পাবে, শুধু দরকার আপনাদের তদারকি। সবার সহযোগিতা পেলে সব উপজেলায় প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য শিগ্রিই ‘মিড ডে মিল’ চালু করবে জেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। পালেগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলী দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব, পৌর মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) কামাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম, শিক্ষা অফিসার নুরুল ইসলাম, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top