রাজধানী ঢাকায় সারাবিশ্বের সংবাদকর্মীদের নিয়ে কনফারেন্স হবে

S M Ashraful Azom
0
রাজধানী ঢাকায় সারাবিশ্বের সংবাদকর্মীদের নিয়ে কনফারেন্স হবে
সেবা ডেস্ক: দেশে-বিদেশে উদযাপন হবে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে ২০২০ সালের অক্টোবরে সারাবিশ্বের সংবাদকর্মীদের নিয়ে ঢাকায় কনফারেন্স হবে।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সভায় বলা হয়, ঢাকার পর পর্যায়ক্রমে দিল্লী, মস্কো, টোকিও, নিউইয়র্ক, ব্রাসেলস, লন্ডনসহ বিশ্বের গুরুত্বপূর্ণ রাজধানীগুলোতে বঙ্গবন্ধুকে নিয়ে গণমাধ্যমকর্মীদের কনফারেন্স করা হবে।

‘দেশে-বিদেশে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে এরইমধ্যে একটি লোগো উন্মোচন করা হয়েছে। যা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও বিদেশে অবস্থিত দূতাবাসগুলোর পত্রের ওপরে সর্ব ডানে ব্যবহার করা হবে। লোগোটির ব্যবহার চলবে ২০২১ সাল পর্যন্ত।

জন্মদিন উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ শুরু হবে বছরব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান।

বর্ণাঢ্য আয়োজনে ২০২১ সাল পর্যন্ত সভা, সেমিনার ও আলোচনার মাধ্যমে বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তানের বর্ণাঢ্য রজনৈতিক জীবন মানুষের কাছে তুলে ধরা হবে। বঙ্গবন্ধুর সততা, দক্ষতা, মেধা ও বিচক্ষণতায় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং নিপীড়িত মানুষের ভাগ্যোন্নয়নসহ স্বাধীনতা পরবর্তী সোনার বাংলাদেশ গড়ার চেষ্টা উপস্থাপন করা হবে বিশ্বের মানুষের কাছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top