
সেবা ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে দুর্গন্ধযুক্ত অসুস্থ্য গরু জবাই করে বাজারে নিয়ে যাওয়ার সময় দুই কসাইকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের জেল-জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কালিহাতীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমানের নেতৃত্বে আদালত পরিচালনা করা হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে উপজেলার বল্লা মধ্য পাড়া গ্রামের মো. মেহেদী হাসানের ছেলে মো. নাসির উদ্দিন ও একই গ্রামের মৃত এখলাছ উদ্দিনের ছেলে মো. বকুল হোসেন ফাইলা।ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান জানান, উপজেলা বাগুটিয়া বিলবর্নি এলাকায় রাস্তার মাঝখানে একটি দুর্গন্ধযুক্ত গরু জবাই করে করটিয়া বাজারে নেওয়ার সময় এলাকাবাসী প্রশাসনকে জানালে হাতে নাতে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১ বছরের জেল-জরিমানা করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।