
সেবা ডেস্ক: রাজধানী ঢাকার খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে তৌহিদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ি চট্টগ্রামে।
খিলগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বুকে ও পিঠে গুলির চিহ্ন রয়েছে।
খিলগাঁও থানার ডিউটি অফিসার আজাদ হাওলাদার জানান, সুরতহাল শেষে ভোর ৪টায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে পাঠান খিলগাঁও থানার এসআই সৈয়দ রুহুল আমি। বর্তমানে নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
এসআই আজাদ জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ নিয়ে আসেননি। যোগাযোগও করেনি কেউ। নিহতের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।