
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে মাদক, জুয়া সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর বাজার মাঠে রবিবার রাতে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন। বক্তারা,উপজেলাকে মাদক,জুয়া প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষনা দিয়ে সমাজের সকল অপকর্মে রোধে সকলের সহযোগীতা কামনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে এএসপি খায়রুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মালেক,উপজেলা আলীগের তথ্য সম্পাদক খোরশেদ আলম,গাইবান্ধা ইউনিয়ন আ’লীগ সভাপতি আঃ রাজ্জাক উপস্থিত ছিলেন। জামালপুর পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক দুলাল ও গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় এলাকার সুধীজন,জন প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ এতে অংশ নেয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।