আমি বিভিন্ন বিষয়ে নোবেল পেলেও তারা দেয় না: ডোনাল্ড ট্রাম্প

S M Ashraful Azom
0
আমি বিভিন্ন বিষয়ে নোবেল পেলেও তারা দেয় না ডোনাল্ড ট্রাম্প
সেবা ডেস্ক: যুক্তারাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো নোবেল পুরস্কার ইস্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি অনেক ইস্যুতেই নোবেল পেতে পারি। কিন্তু আমাকে দেয়া হয় না।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের হিউস্টনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক সমাবেশে উপস্থিত হয়েছিলেন ট্রাম্প।

ইমরান খানের সঙ্গে বৈঠকে কাশ্মীর প্রসঙ্গে মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করে ট্রাম্প বলেন, আমি পাকিস্তানকে বিশ্বাস করি। আমি চাই যে কাশ্মীরে সবাই ভালো থাকুন।

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যেমন আমার ভালো সম্পর্ক, তেমনই পাক প্রধানমন্ত্রীর সঙ্গেও আমার সম্পর্ক ভালো। যদি দু’জনেই বলেন, আমাদের একটা সমস্যা রয়েছে তা সমাধান করে দিন। আমি তখনই রাজি হয়ে যাব। আমি মনে করি, আমি খুব ভালো মধ্যস্থতা করতে পারি।

ওই যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টকে এক পাক সাংবাদিক বলেন, আপনি যদি এ সমস্যার সমাধান করতে পারেন, তাহলে আপনি নোবেল পুরস্কার পাওয়ার একজন যোগ্য দাবিদার।

এ কথা শোনার পর ট্রাম্প বলেন, আমি মনে করি, আমি অনেক কিছুর জন্যই নোবেল পুরস্কার পেতে পারি। যদি সেটা ঠিকভাবে দেয়া হতো তবে। কিন্তু ওরা দেয় না।

এ সময় প্রেসিডেন্ট বারাক ওবামার প্রসঙ্গও টেনে আনেন ট্রাম্প। ২০০৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে নোবেল পুরস্কার দেয়া হয়েছিল। পারমাণবিক যুদ্ধ বন্ধ করা ও এক নতুন পরিবেশ তৈরি করার তার প্রচেষ্টাকে সম্মান জানাতেই এ পুরস্কার দেয়া হয়।

তবে ট্রাম্প কটাক্ষ করে বলেন, আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ওবামাকে নোবেল দেয়া হয়। কীজন্য এ পুরস্কার ওকে দেয়া হয়েছে, তা ওবামারও ধারণা নেই।

ট্রাম্পের মতে, উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ব্যবহার করতে না দেয়ার কারণেও তিনি নোবেল পেতে পারেন। পৃথিবীজুড়ে সুস্থ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে ওবামার থেকে তার অবদান অনেক বেশি বলেও দাবি করেন ট্রাম্প।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top