
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের তিন দিনব্যাপী প্রশাসন অবহিতকরণ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেখ রাসেল অডিটরিয়ামে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাছিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম ও পপি রানী পোদ্দার প্রমুখ।
উল্লেখ্য, ধুনট উপজেলা প্রশাসনের বাস্তবায়নে প্রশিক্ষণ কোর্সে উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যগণ অংশ নেয়। তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সটি প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।