
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌর এলাকায় মশা ও মশার ডিম নিধন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন পৌর মেয়র এজিএম বাদশাহ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধুনট পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকায় তিনি উক্ত কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন ঠিকাদার বদরুল হাসান আগা, পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর রনজু মল্লিক, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলুল হক সোনা, চিকিৎসক পার্থ কুমার সেন ও ব্যবসায়ী আনন্দ কুমার সরকার প্রমুখ।
উল্লেখ্য, ধুনট পৌর এলাকায় মশা ও মশার ডিম নিধন কার্যক্রম ক্রমান্বয়ে ৯টি ওয়ার্ডে প্রতিদিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চলবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।