রৌমারীতে আন্তজার্তিক গ্রামীন নারী ও খাদ্য দিবস পালিত

S M Ashraful Azom
0
রৌমারীতে আন্তজার্তিক গ্রামীন নারী ও খাদ্য দিবস পালিত
শফিকুল ইসলাম,রৌমার প্রতিনিধি: ‘‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক গ্রামীণ নারী ও বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে ব্রেড ফর দ্যা ওয়াল্ড,জার্মান অর্থায়নে, চরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা জোরদার করন প্রকল্পের আওতায় সলিডারিটি ১৫ অক্টোবর (মঙ্গলবার) বেলা ১১ টায় এ দিবসটি পালিত হয়। উপজেলা পরিষদ পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, দলীয় সদস্য সন্ধ্যা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইসকে আব্দুল¬াহ্, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি ,গণকমিটির সাধারন সম্পাদক এস,এম,এ মোমেন, সলিডারিটির ইউসি রোজিনা খাতুন, হাসিনা বেগম প্রমুখ।

 রৌমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি বলেন, আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারীরা বিভিন্নভাবে নির্যাতন ও বৈষম্য স্বীকার হচ্ছে। গৃহস্থালী কাজসহ গ্রামীণ নারীরা কৃষিকাজ এর সাথে সরাসরিযুক্ত। গৃহস্থালী কাজ ও নারীদের কৃষিকাজে অবদানের ম‚ল্যায়ন করা হয় না। নারীর গৃহস্থালী কাজকে স্বীকৃতি দেয়া হলে নারীর প্রতি যে বৈষম্য এবং নির্যাতন হয় তার পরিমাণ অনেকাংশে কমে আসবে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তার মতামত গুরুত্ব পেলে সার্বিক উন্নয়ন সংঘটিত হবে। তাই জাতীয় অর্থনীতিতে নারীর গৃহস্থালী কাজের স্বীকৃতি প্রদান করা জরুরী।

১৯৯৫ সালে বেইজিং এ আন্তর্জাতিক নারী সম্মেলনে ১৫ অক্টোবরকে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়া হয়। ১৮ ডিসেম্বর ২০০৭ এ দিবসটি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক স্বীকৃতি পায়। বাংলাদেশে প্রতি বছর বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত হয়ে আসছে।

বক্তারা আরো বলেন, জাতীয় অর্থনীতিতে নারীর অবদানের কথা পরিসংখ্যানসহ সকল প্রকার দলিলে উলে¬খ করতে হবে, নারীর অম‚ল্যায়িত বা গৃহস্থালী কাজের সঠিকম‚ল্য জিডিপি হিসাবে যুক্ত করার জন্য নীতি নির্ধারণী পর্যায়ে দ্রæত পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নারী শ্রমের জরিপ করতে হবে, জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ এর বাস্তবায়নের লক্ষ্যে কর্মস‚চী গ্রহণ করতে হবে, গৃহস্থালী কাজে নারীর অবদানকে জাতীয় অর্থনীতিতে স্কীকৃতি দিতে হবে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top