অনুপ্রবেশকারীদের দলে জায়গা না দেওয়ার আহ্বান নাসিমের

S M Ashraful Azom
0
অনুপ্রবেশকারীদের দলে জায়গা না দেওয়ার আহ্বান নাসিমের
সেবা ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম এমপি বলেছেন, দলে অনুপ্রেবেশকারীদের জায়গা দিবেন না। এদের সুসময়ে থাকলেও দুঃসময়ে পাওয়া যাবে না। আগামি নির্বাচন উপলক্ষে দলকে শক্তিশালী করতে হবে। নির্বাচন করতে চাইলে প্রস্তুতি নিন।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে নাটোর জেলা আওয়ামী লীগের আয়োজনে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন।

মোহম্মদ নাসিম আরো বলেন, এখন শুনি বিএনপি-জামায়াত থেকে কর্মী নিয়ে এসে দল ভারী করা হচ্ছে। কেন কি দরকার আছে। আপনারা মনে রাখবেন যখন দীর্ঘ দিন দল ক্ষমতায় থাকে তার যেমন সুফল রয়েছে ঠিক তেমনই কুফলও রয়েছে। সুফলের সময় অনেক উন্নয়ন হয়। দেশের শান্তি বিরাজ থাকে। কিন্তু কুফলও রয়েছে। এই কুফল আমরা এখন ভুগছি।

তিনি আরো বলেন, যে যুবলীগ নিয়ে আমরা গর্ব করতাম। সেই যুবলীগের নাম শুনলেই লজ্জা লাগে। এ কোন যুবলীগ? এটাকি আওয়ামী লীগের যুবলীগ না সম্রাটের যুবলীগ। আওয়ামী লীগের মধ্যে এগুলো কি জন্ম নিয়েছে। সব নির্বাচনই এক রকম নির্বাচন নয় মনে রাখবেন। ভবিষ্যতের নির্বাচন শক্ত নির্বাচন হবে।

আরবার হত্যার বিষয়ে নাসিম বলেন, খুনিদের গ্রেপ্তার করা হয়েছে। অথচ বিএনপি জামায়াতের সামনে কোনো ইস্যু না থাকায় তারা এটাকে ইস্যু করতে চায়। এদেশে আর কোনো আন্দোলন হবে না। সরকারকে সহযোগিতা করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এমপির সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, মেরিনা জাহান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।

এসময় আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (নাটোর-নওগাঁ) রত্না আহমেদ প্রমুখ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top