
রফিকুল আলম,ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট উপজেলায় যুমনা নদীর ডান তীর সংরক্ষন প্রকল্প এলাকার চর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করেছে স্থানীয় ৩ ব্যবসায়ী। ফলে ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ডান তীর সংরক্ষন প্রকল্প ও বন্যা নিয়ন্ত্রন বাঁধ ক্ষতি হওয়ার আশংকা করছেন এলাকাবাসি।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে যমুনা নদীর ভাঙন ঠেকাতে তীর সংরক্ষন প্রকল্পের কাজ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এখানে নদীর ভাঙন ঠেকাতে পারলে বন্যা নিয়ন্ত্রন বাঁধ রক্ষা হবে। এ কারনে ২ বছর আগে ভান্ডারবাড়ি চেয়ারম্যান বাড়ির সামনে ৭০০ মিটার দৈর্ঘ্য ডান তীর সংরক্ষন প্রকল্পের কাজ করা হয়। প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ২ কোটি টাকা।
বৃহস্পতিবার সকালে সরেজমিন দেখা যায়, ভান্ডারবাড়ি গ্রামের ব্যবসায়ী এনামুল হক, জহুরুল ইসলাম ও নুরন্নবী যমুনার ডান তীর সংরক্ষন প্রকল্পের অতি নিকট থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে। প্রায় এক সপ্তাহ ধরে অবাধে চরের মাটি কেটে ট্রাকযোগে নিয়ে যাওয়া হচ্ছে। মাটি কাটার ফলে তীর সংরক্ষন প্রকল্প এলাকায় গভীর গর্তের সৃষ্টি হচ্ছে। ফলে বর্ষা মৌসুমে মাটি কাটার বিরুপ প্রভাবে বন্যা নিয়ন্ত্রন বাঁধ ও তীর সংরক্ষন প্রকল্প ক্ষতির আশংকা রয়েছে।
ভান্ডারবাড়ি গ্রামের মোকছেদ আলী, জাহাঙ্গীর আলম ও এলাহী বক্সসহ অনেক বাসিন্দা অভিযোগ করে বলেন, বর্তমানে শুস্ক মৌসুম। চর থেকে মাটি কেটে গর্ত করছে। এখন এর কোন বিরুপ প্রভাব বোঝা যাবে না। তবে, বর্ষা মৌসুমে এই চর পানিতে তলিয়ে যাবে। নদীতে প্রবল বেগে ¯্রােত বইবে। তখন মাটি কাটার এই গর্তে পানি ঘূর্ণেবর্তের সৃষ্টি হয়ে তীর সংরক্ষন প্রকল্প নদীতে বিলীন হবে। তীর সংরক্ষন প্রকল্প রক্ষা না হলে বন্যা নিয়ন্ত্রন বাঁধও টিকবে না।
এ বিষয়ে ব্যবসায়ী এনামুল হক বলেন, যমুনা নদীর ভাঙনে সব কিছু হারিয়ে নিঃশ্ব হয়েছি। উপার্যনের কোন পথ নেই। প্রশাসন চর থেকে মাটি না কাটার জন্য বলেছেন। তারপরও জীবিকার তাগিদে চরের নিজস্ব জমি থেকে মাটি কেটে বিক্রি করছি। এতে নদীর ডান তীর সংরক্ষন প্রকল্প কিংবা বন্যা নিয়ন্ত্রন বাঁধের কোন ক্ষতি হবে না।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারি প্রকৌশলী আসাদুল হক বলেন, যমুনা নদীর চর থেকে এ ভাবে মাটি কেটে নিলে অবশ্যই ডান তীর সংরক্ষন প্রকল্পের ক্ষতি হবে। তবে এ বিষয়টি কেউ আমাকে অবগত করেনি। তারপরও খোঁজ খবর নিয়ে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।