ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধি সনাক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা

S M Ashraful Azom
0
ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধি সনাক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার ৪টি ইউনিয়নে প্রতিবন্ধি ব্যক্তি সনাক্তকরণ জরিপে অন্তর্ভূক্তিকরন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী উন্নয়ন সংস্থা ইএসডিও’র বাস্তবায়নে ও পিকেএসএফ’র সহায়তায় বৃহস্পতিবার দুপুরে শহরের গোবিন্দনগর ইএসডিও’র মেধা অনুশীলন কেন্দ্রে এ সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় ইএসডিও’র পরিচালক (প্রশাসন) সেলিমা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। গেষ্ট অব অনার হিসেবে বক্তব্য দেন সমাজ সেবা কর্মকর্তা মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপক (প্রশিক্ষণ) মুহম্মদ মাহবুবর রহমান, ইএসডিওর নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামান, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা প্রমুখ।
সভায় আকচা ইউনিয়নে ৪১৬, আউলিয়াপুরে ৩৮০, রহিমানপুরে ৫৮১ ও নারগুন ইউনিয়নে ৩৪৮ জন প্রতিবন্ধি সনাক্তকরণ করা হয়। এ সময় প্রতিবন্ধিদের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top