বকশীগঞ্জে নিষিদ্ধ পলিথিন ব্যবহার রোধে বিশেষ অভিযান

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে নিষিদ্ধ পলিথিন ব্যবহার রোধে বিশেষ অভিযান
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার রোধ ও ব্যবসায়ী ও ক্রেতাদের শতর্ক করার লক্ষ্যে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ।

বকশীগঞ্জ উপজেলাকে পলিথিন মুক্ত করার জন্য ইতোমধ্যে সচেতনতা মূলক শোভাযাত্রা সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ.স.ম জামশেদ খোন্দকার ।

ভ্রাম্যমাণ আদালতে চার জন পলিথিন বিক্রেতাকে চার হাজার টাকা জরিমানা করেন। এ সময় ইউএনও বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথেও কথা বলেন। তিনি ক্রেতাদের পলিথিন ব্যবহার না করে পাট জাতীয় ব্যাগ ব্যবহারের অনুরোধ জানান।

একই সঙ্গে বিক্রেতাদের পলিথিন বিক্রি না করতে শতর্ক করে দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন উপস্থিত ছিলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top