
সেবা ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার এক বাড়িতে তুলসী গাছে জবা ফুল ফুটেছে। আর এতে এলাকাতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উপজেলার এলেঙ্গা পৌরসভার বানিয়াবাড়ী গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আর এটি দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ।
বানিয়াবাড়ী (সাহাপাড়া) গ্রামে মধুসুধন সাহার বাড়িতে এক তুলসী গাছে বৃহস্পতিবার সকালে জবা ফুলের একটি কলি দেখা যায়। ঘটনাটি ছড়িয়ে পড়লে এলেঙ্গাসহ আশেপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষ তুলসী গাছটিকে দেখার জন্য তার বাড়িতে ভিড় জমাতে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। একপর্যায়ে ভিড় সামলাতে গভীর রাতে বাড়ির গেটটি বন্ধ করে দেয়া হয়।
শুক্রবার ভোর থেকে শুরু হয় আবারো দর্শানার্থীদের সমাগম। সরজমিনে দেখা যায়, কলিটি ফুটে একটি নোলক জবাতে পরিণত হয়েছে, যার ভেতরে লাল রঙ এবং বাইরে সাদা রঙ।
বাড়ির মালিক মধুসুধন সাহার ছোট ছেলে সঞ্জিব চন্দ্র সাহা বলেন, ঘটনাটি অবশ্যই অলৌকিক। তবে তাদের বাড়িতে এর আগে কখনো এ রকম ঘটনা আর ঘটেনি। বৃহস্পতিবার সকালে তুলসী গাছে জবা ফুলের একটি কলি আসে। পরে শুক্রবার ভোরে দেখা যায় সেটিতে জবা ফুল ধরেছে। রাতে কোনো এক সময় কলি থেকে ফুল ফুটেছে।
কৌতূহলী দর্শনার্থীরা জানান, এই অলৌকিক ঘটনাটি দেখার জন্যই তারা দূর থেকে এসে বাড়িতে ভিড় জমিয়েছেন।
বানিয়াবাড়ী গ্রামের কলেজছাত্র জয় চক্রবর্তী বলেন, বৃহস্পতিবার রাত থেকে গাছটিকে দেখার জন্য গ্রামে অনেক লোকজন আসছেন। তবে এই অলৌকিক ঘটনার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।