
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ গত ১ অক্টোবর মঙ্গলবার রাতে বকশীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে তিন বোতল মদ ও ৫০গ্রাম গাঁজাসহ ২জন, মাদক সেবনের দায়ে ১জন ও ওয়ারেন্টভুক্ত ২ আসামীসহ ৫জনকে গ্রেফতার হয়েছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বকশীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সূর্যনগর গ্রাম থেকে বকশীগঞ্জ চরকাউরিয়া পশ্চিম পাড়া গ্রামের ফরিদুল রহমানের ছেলে সায়াদ আহমেদ আদিল কে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ অফিসার চয়েজ নাম ৩ বোতল মদসহ আটক করা হয়।
এবং বাট্টাজোড় বীরগাও থেকে ঐ গ্রামের মৃত তাহাজ উদ্দিন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী কলিম উদ্দিন ওরফে কমল পাগলা কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এছাড়াও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত ৩ আসামীকে গ্রেফতার করে মোট ৫জন কে আজ বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।